২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১৫:৪৩:৩৩
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মুক্তি মিয়া ও ফখরুল ইসলাম নামের দুই জেলের জালে ধরা পড়েছে ৯৩ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। তাঁরা মাছটি কেজি দরে ৮৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুশিয়ারা নদীর জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের সুপরাকান্দি এলাকায় ওই দুই জেলের বেড় জালে মাছটি ধরা পড়ে।
বিরশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য ছায়েদ আহমদ বলেন, মুক্তি মিয়া দরিদ্র মানুষ। গত বন্যায় কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়ে বাড়িটি হারান। পরে ইউনিয়ন পরিষদসহ স্থানীয়দের সহযোগিতায় পাশেই আবার ঘর নির্মাণ করেন তিনি। এবার কুশিয়ারা নদীতে জাল ফেলে বড় একটি মাছ পেয়েছেন মুক্তি মিয়াসহ তার এক সহযোগী। শুনে ভালো লাগছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, মুক্তি মিয়া ও ফখরুল ইসলাম সোমবার সকাল থেকে কুশিয়ারা নদীতে বেড় জাল দিয়ে মাছ ধরছিলেন। দুপুর ১২টার দিকে তাঁদের জালে ধরা পড়ে বিশালাকারের একটি বাগাইড় মাছ।
মাছটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ওজন করে দেখেন ৯৩ কেজি। এত বড় মাছ বিক্রির জন্য চাহিদামতো দাম পাচ্ছিলেন না তারা। পরে বিকেল চারটার দিকে মাছটি কেটে ৯৫০ টাকা কেজি বিক্রি করেন। এতে ৮৬ হাজার ৫০০ টাকা পান তাঁরা।
ফখরুল ইসলাম বলেন, মাছটি তারা দুজনে মিলে ধরেছেন। বাড়িতে নিয়ে কেজি দরে বিক্রির পর টাকাও দুজনে ভাগ করে নিয়েছেন। এর আগে এত বড় মাছ ধরতে পরেননি কখনো। মাছটি ধরতে পেরে খুশি হয়েছেন।
Rent for add
জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি
নীলশির, পান্তামুখী, রাঙ্গামুরি, বনহুরের দল
পদ্মার এক বোয়াল ২২ হাজারে বিক্রি!
পদ্মায় ধরা পড়া পড়া ১৯ কেজির বোয়াল ৪৫ হাজারে বিক্রি
হিটস্ট্রোকে মারা গেলো ১৭ চাষির মাছ, ক্ষতি আড়াই কোটি টাকা
বিষখালী নদীতে জালে ওঠা ২৬ কেজির কোরাল বিক্রি হলো মাইকিং করে